বই-তরনী বাও

তুমিও কলম্বাস হতে পারো৷ অজানা , অচেনা দেশে অ্যাডভেঞ্চার৷ তার জন্য পাসপোর্ট, ভিসার দরকার নেই৷ প্রয়োজন শুধু এক পাতা থেকে অন্য পাতায় ভেসে যাওয়ার তাগিদ৷ বইয়ের দুনিয়া স্বাগত জানাচ্ছেন Shahnawas Ali Raihan


ক্লাস সিক্স থেকেই রবি আর অনিকেত অকৃত্রিম বন্ধু৷ একসঙ্গে টিফিন খাওয়া থেকে টিউশনে যাওয়া , সর্বত্রই মানিকজোড়৷ ক্লাসেও যেমন দুজনে পাশাপাশি বসে , তেমনি পরীক্ষার প্রস্ত্ততিও একসঙ্গেই চলে৷ গত রবিবার দুজনের মধ্যে সমস্যাটা হল বইমেলায় যাওয়াকে কেন্দ্র করে৷ রবি তো কিছুতেই পরীক্ষার পূর্বমূহূর্তে বাড়ির বাইরে যেতে রাজি নয়৷ অনিকেত যদিও বুঝিয়ে -সুঝিয়ে রাজি করালো , তো রবির শর্ত হলো এক ঘন্টার বেশি সে মেলায় থাকতে নারাজ৷ শুধু যে পড়ার ক্ষতি হবে তাও না৷ কারণ উভয়েই জানে পড়াটা মেক -আপ হয়ে যাবে৷ সমস্যাটা অন্যখানে৷ এইসব ভিড় -ভাট্টা রবির পছন্দ নয়৷ আর তাছাড়া সিলেবাসের বাইরের বইয়ের প্রতি তার খুব একটা টান নেই৷ অনিকেত আবার পুরো উল্টোটা৷ সারাদিন বইমেলায় কাটালেও তার মন ভরবে না৷ সারাবছর পয়সা জমায় বই কিনবে বলে৷ তার শোওয়ার ঘরের চারিদিকে শুধু বই আর বই৷ হেন বিষয় নেই , যার উপর কোনও বই অনিকেতের সংগ্রহে নেই৷ কিশোর বয়সে এত বিশাল সংগ্রহ দেখে বড়রাও অবাক

হন৷ কোনওমতে রাজি করিয়ে অনিকেত রবিকে বইমেলায় নিয়ে গিয়েছিল৷ একজন স্টলে ঢোকে তো বেরোতে চায় না , অন্যজন আবারআনেক হলো , এবার বাড়ি ফেরার রাস্তায় তো একে অপরকে দোষারোপ৷

অনিকেত -‘তোর জন্য তো আর্ধেক স্টল দেখতেই পেলাম না৷ কতও বই কেনার ছিল !’রবি -‘এক একটা স্টলে তো মাটি আঁকড়ে পড়ে ছিলি৷ যেগুলো কিনলি আগে সেগুলোই পড়ে শেষ কর৷ শুধু তো কিনিস , পড়িস কত সন্দেহ আছে

কথা বাড়ায়নি অনিকেত৷ কারণ সে নিজেও জানে , যে হারে বই কেনে সে হারে পড়ে না৷ কতবার ভেবেছে , এবার বইকেনা কমিয়ে পড়ার গতিটা বাড়াবে৷ কিন্ত কিছুই হয়নি৷ দোকানে বা বইমেলায় কোনও পছন্দমতো বই দেখলেই মনে মনে ভাবে এই বইটা আমার সংগ্রহে থাকবে না ! পরে হয়তো বইটির প্রথম পরিচ্ছেদও পড়ে শেষ করেনি৷ রবির ক্ষেত্রে ব্যাপারটা হল , সিলেবাসের বাইরের বই পড়তে বসলেই ভেতরে ভেতরে অনুশোচনা -সময় নষ্ট হচ্ছে , ক্লাসের কত পড়া বাকী ! অনিকেতের মতো এমন অনেকেই আছে যাঁরা যতটা না পড়ুয়া , তার চেয়ে বেশি বইপ্রেমী৷ নিতে ইচ্ছে করছে বলেই নিচ্ছি , পরে পড়ে নেবো অথবা কালেকশ্ন ভালো থাকলে বন্ধুমহলে কদর বাড়বে ---এই জাতীয় বিভিন্ন কারনে বইয়ের পাহাড় জমাতে ভালোবাসে৷ আরোহণ আর হয়ে ওঠে না৷ সিলেবাসের বাইরের বইয়ের প্রতি আগ্রহ শুধু রবিরই নয় , অনেকেরই কম৷ অথচ এরা যে পড়াশোনার প্রতি বীতশ্রদ্ধ তা - নয়৷ রবি তো ক্লাসের ফার্স্টবয়৷ একনাগাড়ে অনেকক্ষণ পড়ার ধৈর্যের অভাব তার নেই৷ যা পড়ে বুঝেই পড়ে৷ তারপরও বইমেলায় যেতে আগ্রহের অভাব ? দুজনের ক্ষেত্রেই আসল কারণটা কৌতুহলের অভাব৷ আমরা বই পড়ি কেন ? অজানা বিষয়গুলিকে জানার জন্যই৷ মনের কৌতুহলটাই আসল৷ জানার সেই খিদেটা ভেতর থেকে তাড়া না দিলে অনিকেত যেমন বইগুলো পড়া শুরু করবে না , রবিও বইমেলার আগ্রহটা মন থেকে অনুভব করবেন না৷ যাঁদের সেই খিদেটা প্রবল , াঁরা কিনে , ধার করে , লাইব্রেরি গিয়ে , ক্লাসের পড়া থেকে সময় বের করে , যেমন করেই হোক বই পড়বে৷ সেই খিদেটা নিজের মধ্যে তৈরি করো৷ বিপুলা পৃথিবীর অনেক কিছুই যে জানতে বাকী !
Share on Google Plus

About Admin

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment